করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আজ রোববার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ ও ফরিদগঞ্জ প্রেসক্লাব যৌথ উদ্যোগে নো মাস্ক নো প্যাসেঞ্জার এর সচেতনতামূলক প্রচারণা করেন।
এসময় থানা পুলিশ ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ যানবাহনে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
এছাড়া থানা পুলিশ কর্তৃপক্ষ প্রতিটি গাড়িতে নো মাস্ক নো প্যাসেঞ্জারে এক শতাধিক স্টিকার সাটিয়ে দেন।
এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ওসি(তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ সাংবাদিক, থানা পুলিশের সদস্য এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২৯ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur