নোবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সোমবার (১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় এই প্রকল্পটি পাস হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, এই প্রকল্প নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি আনবে এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অবকাঠামোগত ঘাটতি দূর করবে।