Home / নোবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নোবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নোবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নোবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সোমবার (১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় এই প্রকল্পটি পাস হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, এই প্রকল্প নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি আনবে এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অবকাঠামোগত ঘাটতি দূর করবে।