চাঁদপুর শহরের খালের পানি ও কাদা থেকে নেশাগ্রস্ত যুবকের লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ৮ নভেম্বর রোববার ভোর রাতে স্হানীয় জনগন লাশটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্হল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শহরের শহীদ মুক্তিযুদ্ধা সড়কের সাবেক শাপলা স্টুডিও সংলগ্ন এস বি খালের উপর নির্মিত ব্রিজের নিচে কালো প্যান্ট ও লাল রং এর গেন্জি পরিহিত যুবকটির মরদেহ স্হানীয়রা দেখতে পায়। প্রথমে লাশটি অষ্ণাত থাকলে ও পরবর্তিতে তার পরিচয় পাওয়া যায়।
শাহরাস্তি উপজেলার এনায়েতপুর দুপোল্লা গ্রামে মোঃ ইউসুব বরপারী (২৩)। সে একই উপজেলার শাহিনুর আক্তারকে গেলো ৩ মাস আগে বিয়ে করে চাঁদপুর শহরের ৫নং ঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো এবং ভাঙ্গারি বিক্রি করতো।
আরও পড়ুন- অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় বাবুরহাটের খালটি অস্তিত্ব সংকটে
ভোর রাতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া ঘটনাস্থল থেকে ইউসুবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয়রা ধারণা করছে ঘটনার দিন রাতে সে ব্রিজের নিচে বসে নেশা করাবস্হায় খালের পানি ও কাদা মাটিতে পড়ে মারা যায়।
এ ব্যাপারে মৃতের স্ত্রী শাহিনুর আক্তার চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৮ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur