এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আঞ্চলিক প্রতিযোগিতার ফাইনালে আজ নেপালকে ১-০ গোলে হারিয়ে এই জয় ছিনিয়ে আনে বাঙালী নারীরা।
স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টায় শুরু হয় ম্যাচটি। কাঠমান্ডু সেনাবাহিনীর শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে অনুষ্ঠিত ফাইনালে দেশের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন মার্জিয়া।
৭০ মিনিটের খেলার প্রথম ৩৫ মিনিটিজুড়েই মাঠ দখলে রেখেছিল বাঙালী মেয়েরা। এর আগে খেলা শুরুর ১৬ মিনিটে প্রতিপক্ষ নেপালের জালে বল জড়িয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মার্জিয়া। শেষ মুহূর্তে নেপালী গোলরক্ষককে একা পেয়েও আরো একটি গোল করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। আর এই সুযোগটি পেয়েছিল অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার।
প্রসঙ্গত, এর আগে এপ্রিলে ভূমিকম্পের কারণে স্থগিত হওয়া ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো আজ।
স্পোর্টস নিউজ ডেস্ক || আপডেট: ০৪:২৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur