নদী ড্রেজিং ও জলবায়ু সহিষ্ণুতাসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দফতরে নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে একান্ত বৈঠকে এ সহযোগীতা চান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যাপক ভিত্তিক অর্থায়ন কর্মসূচি চালু করেছে।
এসময় রাণী বলেন, তিনি ব্যাপক ভিত্তিক অর্থায়ন কর্মসূচি সংক্রান্ত একটি কৌশল চালু করতে যাচ্ছেন এবং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি চান।
বৈঠককালে শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, স্কুলের পাঠ্য বই বিতরণ, ইন্টারনেট সংযোগ এবং সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে রাণীকে অবহিত করেন।
শেখ হাসিনা বলেন, নেদারল্যান্ডস ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে পারে। জবাবে রাণী বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য নেদারল্যান্ডস আরো কর্মসূচি গ্রহণ করবে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৫৪ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur