চাঁদপুরের কচুয়া-সাচার ভায়া গৌরীপুর সড়কের বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড ষ্টোরেজ সংলগ্ন এলাকায় সড়কে গাছ ফেলে শুক্রবার(০২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে সুরমা বাসে ডাকাতি সংঘটিত হয়েছে।
এতে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল, মূল্যবান মালামাল ও বাসের হেলপারের ইনকামের ৮ হাজার টাকা নিয়ে যায়।
সুরমা বাস চালক মো. হোসেন মিয়া বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা সায়দাবাদ থেকে ঢাকা মেট্রো-ব-১১-০২৬০ বাসটি কচুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছলে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গাড়ি থামিয়ে যাত্রীসহ আমাদের মারধর করে নগদ টাকা নিয়ে যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায় বলে ও তিনি জানান।’
কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূইয়া বলেন, ‘কচুয়া-সাচার সড়কের বাতাপুকুরিয়া এলাকায় বাসে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা হয়েছে।’
সড়কে স্ট্রীট লাইট স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে বৃহত্তর ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মো. ইসহাক শিকদার বলেন, ‘সড়কে স্ট্রীট লাইট দেয়ার বিষয়টি উত্তম প্রস্তাব। ইতি মধ্যে আমি ডাকাতির খবর পেয়ে বাতাপুকুরিয়া এলাকায় দু‘পাশের রাস্তার ছোট গাছ গাছালি পরিস্কারের ব্যবস্থা করেছি।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর রাতে উল্লেখিত স্থানে পিক আপ গাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এদিকে কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া মনার্ককোল্ড ষ্টোরেজের দক্ষিণ পার্শ্বে শীতকে সামনে রেখে প্রতিদিন পুলিশি টহল জোরদার ও উল্লেখিত স্থানে দুপাশে স্ট্রীট লাইট স্থাপনের দাবী জানিয়েছে ভোক্তভোগীরা।
প্রতিবেদক:জিসান আহমদ নান্নু