Home / আন্তর্জাতিক / আত্মগোপন করেছেন নেতানিয়াহু!
iran-israil===

আত্মগোপন করেছেন নেতানিয়াহু!

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে আজ শুক্রবার ভোররাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত তাঁকে গ্রিসে নেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম নেতানিয়াহুর উড়োজাহাজের একটি ছবি প্রকাশ করে। ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে,বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

আজ ভোররাতে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায়।

ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি,খাতাম আল-অনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদসহ অন্তত ২০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী এ হামলার প্রতিশোধ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে।

১৩ ‍জুন ২০২৫
এজি