সৌদি আরবে লেগেছে দিন বদলের হাওয়া। সেই হাওয়ার তোড়ে ভেসে যাচ্ছে দীর্ঘ দিনের পুরনো নিয়মকানুন আর সংস্কার। এবার কোপ পড়লো সৌদি নারীদের নেকাবের ওপর। সে দেশের নারীদের এখন থেকে আদালতে আর গোটা মুখ ঢেকে নেকাব পরতে হবে না। তার বদলে মাথা ঢাকা হিজাব পরলেই চলবে। এই আদেশ জারি করেছে রিয়াদের এক জেনারেল কোর্ট।
এর আগে গাড়ি চালানো এবং মাঠে গিয়ে খেলা দেখার মত অধিকার পেয়েছিলো সৌদি নারীরা।
ওই আদেশে বলা হয়েছে, সাধারণ আদালতে আগমনকারী নারীদের শরীয়ত অনুমোদিত হিজাব (দেহ ঢাকার বস্ত্র) পরলেই হবে, নেকাব পরার প্রয়োজন নেই। এর মধ্য দিয়ে চেহারা ঢেকে নারীদের কোর্টে আসার শর্ত প্রত্যাহার করে নিল রিয়াদের জেনারেল কোর্ট।
কয়েকদিন আগে রিয়াদের আদালতে এক নারী আইনজীবী জজের সামনে চেহারা খুলে মামলা লড়তে আসেন। এ কারণে জজ তাকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেন। এতে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই আইনজীবী উচ্চ আদালতের তত্ত্বাবধায়কের কাছে জজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে এ আদেশ জারি করেছে রিয়াদের ওই আদালত।
সূত্র: ইন্টারনেট
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১ : ৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
এইউ