চাঁদপুর

নৃত্য দিবসে চতুরঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক মাস ও বিশ্ব নৃত্য দিবসের কার্যক্রম হিসেবে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
জেলা প্রশাসক বলেন, সাংস্কৃতিক মাসের সাথে সাথে নৃত্য দিবসের গুরুত্ব দিয়ে আজকের আয়োজন। নৃত্য এমন একটি জিনিস, যা অভিনয়, শারিরীক কসরতসহ বিভিন্ন ভাবে শরীরের মাধ্যমে উপস্থাপনা করা হয়।  সাংস্কৃতি মাস উপলক্ষ্যে প্রতিদিন যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের প্রতি যেন শিল্পকলাও গুরুত্ব দেয়।
জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শরীফ চৌধুরীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসিচব হারুন আল রশীদ, নৃত্তাঙ্গন শিক্ষালয়ের অধ্যক্ষ রুমা সরকার, অন্যান্যা নাট্য গোষ্ঠির সাধারণ সম্পাদক মৃণাল সরকার।

শরীফুল ইসলাম [/author]

: আপডেট ৬:০২ এএম, ৩০ এপ্রিল  ২০১৬, শনিবার

ডিএইচ

Share