নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান নূরজাহান বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
তিনি জানান, সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের কন্যা বেগম পত্রিকার সম্পাদক নূর জাহান বেগম চাঁদপুরের কৃতি সন্তান। সাংবাদিকতা চর্চায় চাঁদপুরের সাংবাদিক সমাজ সবসময়ই তাঁকে অনুপ্রেরণার স্থানে রাখে।
সাংবাদিকতার দু’পথিকৃত বাবা ও মেয়ের পূণ্যভূমি এ চাঁদপুর। স্থানীয় গণমাধ্যমসহ সকল পর্যায়ের গণমাধ্যমগুলি সমাজ সংস্কারে ভূমিকা রাখার ক্ষেত্রে নূরজাহান বেগমকে অনুকরণীয় করে রাখবে।
চাঁদপুর টাইমস পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur