নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের বাবা ওহাব মিয়া অভিযোগ করেছেন, তাদের প্রতিপক্ষের লোকজনই নূর হোসেনকে ২ কোটি টাকা দিয়ে ইব্রাহীম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
শুক্রবার ( ১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ইব্রাহিমের বাবা ওহাব মিয়া সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
ওহাব মিয়া বলেন, আশা করবো আমার ছেলে ইব্রাহীমকে প্রতিপক্ষ কারা কারা হত্যা করিয়েছে আজ আদালতে নূর হোসেন বলে যাবে। আর সেই অপেক্ষায় রয়েছি আমরা।
ষাটোর্ধ্ব ওহাব মিয়া আরো বলেন, ইব্রাহিমের সঙ্গে আনু, মজিবুর, জামাল, হাবি, ইয়াকুব, হাবিবুল্লার বিরোধ ছিল। তারা চেষ্টা করেছিল আমাদের জমি দখলে নিতে। সেটা প্রতিরোধ করার কারণেই আমার ছেলে ইব্রাহিমের বিরুদ্ধে ৪টি মামলা করে। পরে অ্যাডভোকেট চন্দন সরকার ওই সব মামলায় ইব্রাহিমকে জামিন করায়।
ওহাব মিয়ার দাবি যে কোনো মূল্যে নূর হোসেনের কণ্ঠে যাতে প্রকৃত ঘটনা উঠে আসে সেজন্য প্রশাসন ও সরকার যেন কাজ করে।
কান্নাজড়িত কন্ঠে ওহাব মিয়া বলেন, প্রায় সাড়ে ৬ বছর ধরে ১৩ হাজার টাকা বেতনে চন্দন ফকিরের গাড়ি চালাতো ইব্রাহিম। আর এ বেতনের টাকা দিয়েই তাদের পুরো সংসার চলতো। ছেলে হত্যাকাণ্ডের পর থেকে তাদের সংসার চলছে অভাব-অনটনে।
এর আগে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেছিলেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে নূর হোসেন হত্যাকাণ্ড ঘটনাটি ঘটিয়েছে।
নিউজ ডেস্ক ।। আপডেট: ১২:০০ পিএম, ১৩ নভেম্বর ২০১৫,শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur