নুরের মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সাইফুল ইসলামের থেকে নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার দলের নেতাকর্মী ও স্বজনরা।
এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও নুরের ভগিনীপতি মো. মিজান হাওলাদার বলেন, গণঅধিকার পরিষদের এককভাবে ৩শ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে। জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
যাদের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এর মধ্যে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৪ ডিসেম্বর ২০২৫