চাঁদপুর

সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী, ৪ বারের সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য, বর্ষিয়ান বিএনপি নেতা নুরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ ড. মো. জালাল উদ্দিন, মতলব পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সভাপতি মো. এমদাদ হোসেন খান, সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম সাগর, আব্দুল মজিদ তালুকদার, জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো.আব্দুল হাই, মো. আমির খসরু প্রধান, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মহসীন প্রধান, কোষাধ্যক্ষ খাজা আহসান , মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, সহ-সভাপতি ভিপি জাকির, সাধারণ সম্পাদক শোয়েব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনিসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তারা এক যৌথ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানান।

জামায়াত নেতৃবৃন্দের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৪০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Share