নীল প্যানেলের জয় নিশ্চিতে আইনজীবীরা ঐক্যবদ্ধ : অ্যাড. আব্বাস উদ্দিন

চাঁদপুরের কৃতি সন্তান, ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন বলেছেন, ‘এশিয়ার বৃহৎতম বার ঢাকা আইনজীবী সমিতি। এ বারের নির্বাচন শুধুই আইনজীবীদের নয়, অবহেলিত আইনজীবীদের মত সাধারণ মানুষ এ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল দলের জয় দেখার জন্য উন্মুখ হয়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত খোরশেদ-নজরুল পরিষদের সকল প্রার্থীর জয় নিশ্চিতে আইনজীবীরা ঐক্যবদ্ধ। এ নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়ের মধ্যে দিয়ে গণতন্ত্রের জয় হবে। আসুন সকল দ্বন্দ্ব ভুলে নীল দলের জয় নিশ্চিত করি।’

১৯ ফেব্রুয়রি শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আইভরি কৃষ্ণচুড়ায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত খোরশেদ-নজরুল পরিষদের পক্ষে অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন এন্ড এসোসিয়েটস আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মিয়া। ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা ট্যাক্সবার শাখার সাধারণ সম্পাদক মোস্তফা নূরুল আলম খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট রাসেদুল হাসান, অ্যাডভোকেট এ.এফ রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন আনু, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক প্রমুখ। সভায় প্রায় ৫শ’ আইনজীবি উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামসহ বিএনপি সমর্থিত নীল প্যানেল সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতি ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত (সাদা) ও বিএনপি সমর্থিত (নীল) প্যানেলের প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনাসহ আইনজীবীদের পেশাগত ক্ষেত্রে উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Share