চাঁদপুরের হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ জুলাই) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝির কান্দিতে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি বাবুল হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা আহসান উল্লা সরকার, গিয়াস উদ্দিন সর্দার, বাদশা মিয়া মৃধ্যা, আ’লীগ নেতা আবুল চকিদার, কামরুল চকিদার, কালু দর্জি, শাহাজালাল সরদার, আলমাছ প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তব্যরা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে, এক দল লোক প্রতিহিংসায় পড়ে ধর্মকে অপব্যবহার করে উন্নয়নের বাঁধা গ্রস্থ করছে। তারা আরো বলেন বঙ্গবন্ধুর সোনার দেশে যারা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আমরা শেখ হাসিনার নেতৃত্বে চরাঞ্চল থেকে আশ্রয়দাতাদের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ গড়ে তুলবো। বাংলার মাটিতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দেশ বিরোধীদের স্থান নেই।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur