নীলকমলে জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে।

১৯ মার্চ শনিবার সকাল ১০ টায় নীলকমল ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধন করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের। হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন ৩৪৮৮ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে ২ মাসের মোট ৮০ কেজি চাল বিতরন করেন।

চাল বিতরণকালে ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের বলেন, ইলিশ সম্পদ রক্ষা সরকার জেলেদের মাঝে চাল দিতেন যাতে করে কোন জেলে অবৈধ ভাবে নদীতে মাছ শিকার করে। আপনরা কেউ এ অভিযানে দয়া করে জাল দিয়ে জাটকা ধরবেন না। আর যারা অন্যায় ভাবে মাছ ধরতে প্রশাসনের কাছে ধর পড়লে কোন প্রকার ছাড়া পাবেন না। আপনারা সকলে প্রশাসনের অভিযান কে সহায়তা করবেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মাহবুবু রশীদ ও নীলকমল ইউপি চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের,টেক অফিসার আবদুল সালাম, হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক জাকির হোসেন, , প্রচার সম্পাদক শাহ আলম মিজি সাহিত্য বিষয়ক সম্পাদক খন্দকার সবুজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হোসেন গাজী, নাজমুল হাসান পলাশ, ইউপি সচিব,
৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাচ্চু সরকার সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন

উল্লেখ্য, চাঁদপুর জেলার চারটি উপজেলায় মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।

এ সময়ে চাঁদপুর জেলার পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৯ মার্চ ২০২২

Share