ছবি : চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে সভাপতির বক্তব্য রাখছেন।
Thursday, May 21, 2015 01:52:05 PM
আশিক বিন রহিম :
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেছেন, ‘সাংবাদিকতা পেশা একটি মহৎ এবং সেবামূলক পেশা। এই পেশার সাথে সম্পৃক্ত থেকে সমাজের সকল শ্রেণীর মানুষের উপকার করার সুযোগ রয়েছে। তাই নীতি-নৈতিকতার মধ্যে আবদ্ধ থেকে আপনারা কাজ করুন।’
চাঁদপুর শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে ফিরোজা-হাফেজ শান্তিনিকেতনে অবস্থিত চাঁদপুর টাইমস কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারীরিকভাবে অসুস্থ অবস্থায়ও বহু কষ্টে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল হুইল চেয়ারে বসে অনুষ্ঠানে চাঁদপুর টাইমস পরিবারের উদ্দেশ্য করে বলেন, ‘আমি চাঁদপুর টাইমস-এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পরিবারের সদস্য মনে করি। আমি নিজেকে চাঁদপুর টাইমসের সদস্য মনে করতে গর্ববোধ করি। তাই সবার মতামত নিয়ে কাজ করতে পছন্দ করি।’
তিনি আরো বলেন, ‘সংবাদের গভীরেও সংবাদ থাকে। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে তা বের করে আনবেন। কোনোকিছুর শুরুতেই প্রাপ্তি আশা করলে উদ্দেশ্য এবং লক্ষ্যের মূল থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে। সততা এবং নিষ্ঠা নিয়ে কাজ করলে সফলতা ধরা দেবেই।’
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।