সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সক্রিয় প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ১২ মে মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামি ২০ মে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামি ৩ জুন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত,প্রথম ধাপের পরীক্ষা গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।
বৃহস্পতিবার ১২ মে এ পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ ও পাঠানো, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে।
এ ছাড়া জেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। এক্ষেত্রে কোনও ধরনের অবৈধ হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনও প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অর্থ লেনদেন বা অন্য কোনও অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোনও সুযোগ নেই।
মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা,অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
১৪ মে ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur