Home / সারাদেশ / প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল শুরু : পরীক্ষার্থী ১৩,৯৪৬১
শুরু
ফাইল ছবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল শুরু : পরীক্ষার্থী ১৩,৯৪৬১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। দেশব্যাপি তিন ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপের পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার ২২ এপ্রিল । দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন।

দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন,‘তৃতীয় ধাপের পরীক্ষার দিন ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কারণে তৃতীয় ধাপের পরীক্ষা ২৭ মে’র পরিবর্তে ৩ জুন অনুষ্ঠিত হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়,সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনও প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অর্থ লেনদেন বা অন্য কোনও অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোনও সুযোগ নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার ২১ এপ্রিল দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন,‘মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম উপস্থিত থাকবেন।’

২১ এপ্রিল ২০২২,
এজি