Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব প্রেসক্লাবের দু’যুগ পূর্তি উদযাপন
মতলব প্রেসক্লাবের দু’যুগ পূর্তি উদযাপন

মতলব প্রেসক্লাবের দু’যুগ পূর্তি উদযাপন

ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের মতলব প্রেসক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (২ যুগ পূর্তি অনুষ্ঠান) সোমবার (২০ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে পালিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মতলবের উন্নয়নে মতলব প্রেসক্লাবের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। হাঁটি হাঁটি পা করে মতলব প্রেসক্লাব দু’যুগ পূর্ণ করছে, এটা মতলবের সাংবাদিকদের জন্য গৌরবের বিষয়। এ গৌরব ধরে রাখার জন্য আমরা স্ব স্ব অবস্থানে থেকে সহযোগিতা করবো। অচিরেই প্রেসক্লাবের ভবন নির্মাণে আমরা সার্বিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।

মতলব প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (নুরু), প্রবীণ রাজনীতিবীদ কাজী সুলতান আহম্মেদ, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সহ সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য গোলাম হায়দার মোল্লা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, প্রেসক্লাবের সদস্য রোটা. মাহফুজ মল্লিক ও গীতা পাঠ করেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জুলফিকার আলী জনি, পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, মতলব প্রেসক্লাবের সদস্য রোটা. রেদওয়ান আহম্মেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক আব্দুস সায়েম মাস্টার, লোকমান হোসেন হাবিব, আব্দুল লতিফ মিয়াজী, মোঃ কামাল হোসেন, কাজী জাকারিয়া, সমীর ভট্টাচার্য্য বলু, আশিষ সরকার, তফসিরুল হাসানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, রাজনৈতিকবৃন্দ, সামাজিকবৃন্দ ও সুধীজন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দরা। এদিকে ২ যুগ পুর্তি উপলক্ষে পহেলা এপ্রিল থেকে মাসব্যাপি অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৫: ১৭ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply