জামালপুরে মাহিন্দ্র গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুরবান আলী ৬২ নামে ইসলামপুর উপজেলার এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার ১৬ অক্টোবর দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে,মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রাণেরর বাংলাদেশ পত্রিকার ও দৈনিক গণমুক্তি ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি কমিউনিস্ট পার্টির উপজেলা নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক ছিলেন।
নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন,‘ মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.মৌসুমি আক্তার বলেন, ‘ উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান বলেন,‘মাহিন্দ্র গাড়ি চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। জেনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ’
১৭ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur