নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে সোমবার শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

সর্বস্থরের জনগণও সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতরাও সোমবার নিহতদের শ্রদ্ধা জানাবেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গুলশানে নিহতদের স্মরণে দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শুক্রবার রাতে গুলশান ২-এর ৭৯ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। তাদের হাতে ১৭ জন বিদেশীসহ ২০ জন নিহত হন। পরে উদ্ধার অভিযানে ছয় জঙ্গি নিহত হন। এর আগে রাতে জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:২৭ এএম, ৪ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ

Share