সাগরে ২০ মে-২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষেধ

মাছের প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ ধরা বাণিজ্যিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সামদ্রিক মৎস্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ১৯ মে মধ্যরাত থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের গভীরে টানা ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। মাছের উৎপাদন বাড়াতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানোনো হয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে কোনো বাণিজ্যিক জাহাজ বঙ্গোপসাগরের ৩ থেকে ২শ নটিক্যাল মাইল পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা ধরতে পারবে না। এ অঞ্চলটিকে বাংলাদেশের ইকোনমিক জোন হিসেবে বিবেচিত হয়। এবার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান সামদ্রিক মৎস্য অধিদপ্তর।

জানা গেছে – সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে- নিষেধাজ্ঞার পর শনিবার গভীর রাতেই অধিদপ্তরের পরিদর্শকরা কর্ণফুলী নদীতে গিয়ে মাছ ধরায় নিয়োজিত জাহাজগুলো ফিরে এসেছে কিনা, তা সরেজমিন পরিদর্শন করেছেন। দেশে ২৪৮ টি বড় বাণিজ্যিক মাছ ধরার জাহাজের অনুমোদন রয়েছে। এর মধ্যে প্রায় ২শ টি নিয়মিত সমুদ্রে মাছ ধরায় নিয়োজিত থাকে।

২৩ জুলাই পর্যন্ত এসব বাণিজ্যিক জাহাজ অধিদপ্তরের অনুমতি ছাড়া সমুদ্রে যেকোনো প্রজাতির মাছ ও ক্রাস্টাশিয়ান (চিংড়ি, লবস্টার, কাটলফিশ ইত্যাদি) ধরতে পারবে না। তবে যান্ত্রিক ও অযান্ত্রিক মৎস্যযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এস আর ও নং ৯৭-আইন/ ২০১৫ মোতাবেক সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ’ ১৯৮৩ এর সংযোজিত ১৯ নং বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য প্রতিবছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌ-যান দ্বারা যে কোনো প্রজাতির মৎস্য ও চিংড়ি ইত্যাদি আহরণ নিষিদ্ধ করা হয়েছে ।

সামুদ্রিক মৎস্য এবং ১৯৮৩ সকল মালিক চালক দের অনুরোধ করা হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করলে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে । এ নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এ নিষেধাজ্ঞা সম্পর্কে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বলেন,কয়েক বছর ধরে মাছের প্রজনন মৌসুমে বাণিজ্যিক জাহাজের ওপর নিষেধাজ্ঞার ফলে দেশে মাছের উৎপাদন বেড়েছে।

এরই ধারাবাহিকতায় এবারো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোও আইন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।

আবদুল গনি
চাঁদপুর টাইমস
১৮ মে ২০২২

Share