আবারও শুরু হয়েছে সাগরে মাছ ধরা। র্দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে জাল ফেলতে রওনা দিয়েছেন জেলেরা।
এরমধ্যে ভোলায় প্রায় ৪০ হাজার জেলে সাগরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল নাগাদ মাছ শিকার শুরু করবেন তারা। সামুদ্রিক মাছের অভয়াশ্রম করতে গত ২০ মে থেকে ২৩ জুলাই সাগরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। র্দীঘ সময়ের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে জেলেদের মাছ ধরা।
জেলেদের আশা, নানারকম সামুদ্রিক মাছ ধরা পরবে জালে। তবে উচ্ছ্বাসের পাশাপাশি অভিযোগ আছে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরাদ্দকৃত চাল ঠিক মতো বুঝে না পাওয়ার। দীর্ঘদিন মাছ শিকারের পরও জেলে হিসেবে অনেকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি এখনও।
টাইমস ডেস্ক/ ২৪ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur