চাঁদপুর পরিবশে অধিদপ্তরের অভিযানে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতে বহনকারীকে ১হাজার টাকা জরিমানা করা হয় ।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক ১২টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে ৫০কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
পরে জব্দকৃত পলিথিন কেটে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরেফিন বাদলসহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশসহ অন্যরা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরেফিন জানান, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন, ব্যবহার ও উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ৩:২০ এএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ