Home / খেলাধুলা / নিলামে দল পেলেন যেসব ক্রিকেটাররা, সর্বোচ্চ দামে নাঈম শেখ
নিলামে দল পেলেন যেসব ক্রিকেটাররা, সর্বোচ্চ দামে নাঈম শেখ

নিলামে দল পেলেন যেসব ক্রিকেটাররা, সর্বোচ্চ দামে নাঈম শেখ

বিপিএলের ১২তম আসরের নিলাম থেকে দেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। অংশ নিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্সনোয়াখালী এক্সপ্রেস

নিলাম পরিচালনা করেন আরমান রাফী নিজাম

দল পাওয়া ক্রিকেটাররা হলেন— এ ক্যাটাগরি থেকে এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসমোহাম্মদ নাইম শেখ। ৭৫ লাখ টাকায় রংপুরলিটন দাস। বি ক্যাটাগরি থেকে ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয় ও ৪৪ লাখে রংপুরশরিফুল ইসলাম। ৫৬ লাখ টাকায় ঢাকাশামীম পাটয়ারী। ৬৫ লাখ টাকায় রাজশাহীতে তানজিম সাকিব। আর বাধ্য হয়েই ভিত্তিমূল্য ৩৫ লাখে জাকের আলীমাহিদুল অংকনকে দলে নোয়াখালী। ভিত্তিমূল্য ৩৫ লাখে সিলেটপারভেজ ইমন। সি ক্যাটাগরি থেকে ৫২ লাখ টাকায় মোহাম্মদ মিঠুন ও ২৮ লাখে সাব্বির রহমান ঢাকায়। ২২ লাখে মাহফিজুল ইসলাম রবিন চট্টগ্রামে।

বি ক্যাটাগরি থেকে ৬৮ লাখ টাকায় মোহাম্মদ সাইফউদ্দিন ঢাকায়। ৬৫ লাখ টাকায় রাজশাহীতে তানজিম সাকিব, ৪৭ লাখ টাকায় সিলেটখালেদ আহমেদ ও ৪৪ লাখে ইয়াসির আলী রাব্বি রাজশাহীতে। ৫৬ লাখ টাকায় নাহিদ রানা রংপুরে। ২২ লাখ টাকায় সিলেটরনি তালুকদার। ৩৪ লাখ টাকায় আকবর আলী ও ২৫ লাখে রিপন মন্ডল রাজশাহীতে। ডি ক্যাটাগরিতে হাবিবুর রহমান সোহান ৫০ লাখ টাকায় নোয়াখালীতে। ৪৪ লাখ টাকায় আব্দুল গাফফার, ১৮ লাখ টাকায় জিসান আলম রাজশাহীতে।

ভিত্তিমূল্যে ২২ লাখে সিলেটইবাদত হোসেন, ১৮ লাখে রংপুরনাঈম হাসান, ২২ লাখে সিলেটআফিফ হোসেন, ৩৭ লাখে চট্টগ্রামমাহমুদুল হাসান জয়, ৪২ লাখ টাকায় রংপুররকিবুল হাসান জুনিয়র, ৩০ লাখে ঢাকাতাইজুল ইসলাম, ২৫ লাখে রাজশাহীতে রিপন মন্ডল, ১৮ লাখে রংপুরকামরুল ইসলাম রাব্বি, চট্টগ্রামআরাফাত সানিঢাকাইরফান শুক্কুর

অন্যদিকে, সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন— ঢাকাতাসকিন আহমেদসাইফ হাসানরংপুরমোস্তাফিজুর রহমাননুরুল হাসান সোহানচট্টগ্রামশেখ মেহেদী হাসানতানভীর ইসলামনোয়াখালীতে সৌম্য সরকারহাসান মাহমুদসিলেটমেহেদী হাসান মিরাজনাসুম আহমেদরাজশাহীতে তানজিদ হাসান তামিমনাজমুল হোসেন শান্ত

এছাড়াও প্রথম ডাকে অবিক্রিত খেলোড়ায়দের তালিকায় রয়েছে বি ক্যাটাগরির দুই অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদমুশফিকুর রহিম


তথ্যসূত্র: অনলাইন ডেস্ক