Home / আন্তর্জাতিক / নির্যাতিত অঞ্চল কাশ্মীরে ইফতার করবেন মোদী

নির্যাতিত অঞ্চল কাশ্মীরে ইফতার করবেন মোদী

‎Wednesday, ‎08 ‎July, ‎2015   3:59:17 PM

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ জুলাই দেশটির জম্মু এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সফর করবেন। সেখানে তিনি মুসলিম নেতাদের সঙ্গে এক ইফতার পার্টিতে যোগ দেবেন বলে জানিয়েছে এনডিটিভি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তার এই পরিকল্পনা বাস্তবায়নের পথেই রয়েছে। তবে এই ব্যাপারে প্রধানমন্ত্রী তার ইচ্ছা ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে তিনি মধ্য এশিয়া এবং রাশিয়ায় আট দিনের সরকারী সফরে রয়েছেন।

১৭ জুলাই রমযানের শেষ শুক্রবার । এর পরেই ঈদ-উল-ফিতর। মুসলমানদের এই ধর্মীয় উৎসবটি চাঁদ দেখার উপর নির্ভরশীল।

মোদি ১৭ জুলাই সকালে জম্মু প্রদেশে সফর করবেন। সেখানে তিনি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গিরধারী লাল দোগরার শততম জন্মবার্ষিকীতে অংশ নেবেন। এরপরেই তিনি শ্রীনগরে যাবেন বলে সূত্র জানিয়েছে। ক্ষমতায় আসার পর মোদী বেশ কয়েকবার কাশ্মীর সফর করেছেন। এর আগে তিনি দিওয়ালি উৎসবে যোগ দিতে শ্রীনগরে সফর করেছিলেন।

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না