Home / চাঁদপুর / চাঁদপুর শহরে নির্মাণাধীন ভবনে আগুন, অল্পের জন্যে রক্ষা
নির্মাণাধীন ভবনে

চাঁদপুর শহরে নির্মাণাধীন ভবনে আগুন, অল্পের জন্যে রক্ষা

চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাইতুল আমিন জামে মসজিদের উত্তর পাশে জাহাঙ্গীর হোসেন ও এমএ হাসান লিটনের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় ভবনের নির্মাণ কাজের জন্যে রাখা শুকনো কাঠ ও বাঁশ পুড়ে যায়।

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। তবে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনী আমার আগেই স্থানীয় জনতা তৎক্ষণাৎ মসজিদের পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখতে পাই। সাথে সাথে আমরা ভবনের চতুর্থ তলায় উঠে মসজিদের মোটর চালিত পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে এখানে কেউ সিগারেট খেয়ে তার আগুন ফেলেছিল। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনের ওপর কেউ হয়তো ইট দিয়ে চুলা বানিয়ে কিছু একটা রান্না করছিল। যার থেকেই আগুণের সূত্রপাত।

ভবনের মালিক মোঃ জাহাঙ্গীর হোসেন চাঁদপুর টাইমসকে জানান, আমি বাড়িতে ছিলাম। আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হই। কিশের থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো বুঝে উঠতে পারছিনা।

চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই ভবনটি গড়ে তোলা হয়েছে। এখানে নূন্যতম ফায়ার সেপটি নেই। ভবনের পাশে বিদ্যুতের ফোরফোরটি লাইনের দুটি খাম্বা ও তার রয়েছে। যেকোনো সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, এই আগুনে শপথ চত্বর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৩ ডিসেম্বর ২০২০