কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীকে বিদায় জনিত সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি ও শিক্ষা পরিবারের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এফএম নওসের আলম মিয়া ও কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. আলাউদ্দিন সোহাগের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সো. আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বিতারা আলিম মাদরাসার অধ্যক্ষ মাও মো: মনির হোসেন, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটওয়ারী, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ প্রমুখ। পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীকে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৯ নভেম্বর ২০২৫