মতলব দক্ষিণে নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের বরণ অনুষ্ঠান ১১ অক্টোবর বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত বিদায় বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করপন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

তিনি বলেন,মতলবের মানুষের কাছ থেকে আমি যে শ্রদ্ধা,ভক্তি ও ভালবাসা পেয়েছি তা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে।মতলবের কর্মস্থলে কাজ করতে গিয়ে কোথাও কোন সমস্যা, যার কারন ছিল সকলের আন্তরিকতা ও সহযোগী। ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন,বিদায়ী ইউএনও স্যারকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও সেভাবে সহযোগিতা করবেন। আপনাদের যে কোন কাজের বিষয়ে সরাসরি আসবেন ইনশাআল্লাহ তা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু,সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, কৃষিবিদ ফয়সাল আহম্মেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম সেলিম, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা,মতলব কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলেের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ বাদল,মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন, মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা, উপজেলা স্কাউট সম্পাদক বিউটি আক্তার,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গনেষ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার,মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ রিয়াজ সরকার প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে শুভেচ্ছা উপহার প্রদান ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জামানো হয়।এছাড়া নবাগত ইউএনওকেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ অক্টোবর ২০২২

Share