মতলব দক্ষিণ

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায় সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, মতলব গঞ্জ জেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ঘোড়াধারী দাখিল মাদ্রাসার সুপার মো. আলমগীর হোসেন, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মো. নুরুল ইসলাম সরকার, মুন্সিরহাট ডিগ্রী কলেজের প্রভাষক জসিম উদ্দিন।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ বিদায় সংবর্ধনা জানান।

এছাড়া বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা উপহার প্রধান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রোটা. আফরোজা খাতুন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, আধাঁরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রাজ্জাক, দগরপুর আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান মিয়া, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের কাজী আনোয়ার হোসেন, বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। অপরদিকে উপজেলা স্কাউটের পক্ষ থেকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা জানানো হয়।

এ সময় স্কাউটের উপজেরা সম্পাদক বিউটি আক্তার, সদস্য ও কচিঁকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সেফা , পশ্চিম বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন আক্তার, নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা স্কাউট সদস্য নাসিমা আক্তার প্রমুখ।

মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share