‘নির্বাচিত হলে চরাঞ্চলের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘবে চেষ্টা করবো’
চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে রাজরাজেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের সমস্যা-সংকট সরাসরি শোনেন এমপি প্রার্থী।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেন,এই চরাঞ্চলের মানুষের দুর্ভোগ, নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসার সংকট আমার খুব ভালোভাবে জানা আছে। আমি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘবে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমি আপসহীন থাকব।
তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।
অন্যান্য বক্তারা বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নসহ চরাঞ্চলের উন্নয়নে ন্যায়ভিত্তিক ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা বলেন, দাড়িপাল্লা মার্কা জনগণের ন্যায়বিচার, সুশাসন ও মানবিক রাজনীতির প্রতীক।
পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুকুর মোস্তান, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, সিনিয়র সাংবাদিক এ এম ইদ্রিস খান, রাজরাজেশ্বর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী, মোঃ বাকি বিল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল করিম প্রধানিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং দাড়িপাল্লা মার্কার প্রতি সমর্থন জানান।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
২৪ জানুয়ারি ২০২৬