Home / চাঁদপুর / নির্বাচিত হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো: অ্যাড. শাহজাহান মিয়া
নির্বাচিত

নির্বাচিত হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো: অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার বাগদাদী ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন এমপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে তিনি ইউনিয়নের সাহেব বাজার, বাঁশতলী বাজার, মমিনপুরসহ বাগদাদীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন। এ সময় তিনি হাটবাজারে পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং হাত তুলে অভিবাদন গ্রহণ করেন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়া গণসংযোগে বলেন, ‘দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার, সমতা ও কল্যাণের প্রতীক। আল্লাহর আইন অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো।’

তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই সেই পরিবর্তন আসবে।” গণসংযোগ শেষে তিনি সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন— বাগদাদী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ বিল্লাল হোসেন খান, সেক্রেটারী ডা. আলী হোসাইন, ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোঃ রাসেল পাটওয়ারী, সেক্রেটারী মোঃ সাহাদাত হোসেন বেপারী, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ তালুকদার, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াছিনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ২৪ আগস্ট ২০২৫