চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ রুপসা দক্ষিণ ইউনিয়নে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছেন নব-নির্বাচিত মো.শরীফ হোসেন খান। শত ব্যস্ততার মাঝেও যারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কাকে বিজয়ী করেছেন সেসব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এছাড়া নৌকা মার্কা বিজয় করার জন্য দীর্ঘদিন যাবৎ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, গণসংযোগ ও ভোট কেন্দ্রে ভোটারদের আসতে উদ্বুদ্ধ করেছেন এবং ভোটের দিন ভোট শুরু এবং ফলাফল ঘোষণা পর্যন্ত যেসব দলীয় নেতা,কর্মী, সমর্থকবৃন্দসহ অন্যান্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন অফিসের সব কর্মকর্তাবৃন্দ, পুলিশ, আনসার, বিজিবি র্যাব, স্ট্রাইকিং ফোর্স, সাংবাদিকসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রুপসা দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান।
প্রতিবেদক: শিমুল হাছান, ১১ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur