প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বাংলাদেশে আর প্রতারণার নির্বাচন হবে না। দেশের মানুষ আর কোনো প্রতারণা মানবে না।’শনিবার জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। গণ-আন্দোলন ছাড়া মুক্তি সম্ভব নয়।’দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন জনগণ আর মানবে না।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur