কচুয়া থেকে এসে মতলবে নির্বাচন প্রতিহতের ঝটিকা মিছিল, আটক ২
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঝটিকা মিছিল বের করলে স্থানীয় যুবদলের কর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ইসমাইল হোসেন মেহরাজ(২৪) ও ইমরান হোসেন ইমন (২২) নামক দু’যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তারা দুজনেই আওয়ামী অঙ্গ সংগঠনের কর্মকান্ডের সাথে জড়িত বলে জানা গেছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৫টায় মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকার বাইপাস সড়কে ঝটিকা মিছিলটি বের করতে গেলে ওই মিছিল থেকে দুজন আটক হয়। তাদের একজনের বাড়ী শাহরাস্তি উপজেলায় অপরজন কচুয়া উপজেলায়। তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়।ব্যানারটি ছিল কচুয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোর বেলায় দুটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন মুখে মাক্স পড়ে ভাঙ্গারপাড় এলাকার বাইপাস সড়কে নেমে প্রহসনের নির্বাচন মানি না মানবো না,স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। ওই সময় স্থানীয় মসজিদে ফজর নামাজ আদায় করে লোকজন বের হয়ে মিছিলের আওয়াজ শুনে স্থানীয় যুবদল কর্মী কামাল বেপারী ও শ্রমিকদল কর্মী কাইয়িম বেপারীসহ এলাকাবাসীকে সাথে নিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।তাদের মধ্যে দুজন পালাতে না পারায় স্থানীয় এলাকাবাসী আটক করে রাখে।পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃত ইসমাইল হোসেন মেহরাজ শাহরাস্তি উপজেলার চিতষী গ্রামের কলিম উল্লাহর ছেলে এবং অপরজন কচুয়া উপজেলার আইনগিরী গ্রামের আব্দুস সালামের ছেলে ইয়ামিন হোসেন ইমান।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য ড.সেলিম মাহমুদের ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে প্রহসনের নির্বাচন মানিনা মনবোনা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এমন সংবাদ পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে যাই।সেখানে স্থানীয় লোকজন ওই মিছিল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। মিছিলকারীরা অন্য উপজেলার হলেও স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন যুবদলের এ নেতা।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কামাল বেপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এদের সাথে আরো যারা সম্পৃক্ত রয়েছে তাদের খোঁজে বের করার জন্য কাজ করছে পুলিশ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ জানুয়ারি ২০২৬