নতুন বছর মানেই নতুন সম্ভাবনা,নতুন করে স্বপ্ন দেখার সাহস। নতুন বছর মানুষের জীবনে নিয়ে আসে নতুন প্রত্যাশা ও নতুন পথচলার অনুপ্রেরণা। অতীতের ভুলগুলো পেছনে ফেলে মানুষ আবারও স্বপ্নের দিকে এগিয়ে যেতে শেখে। তাই নতুন বছরকে মানুষ আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানায়।
আর যদি নতুন বছরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই আনন্দ যেন বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশের মানুষের কাছে জাতীয় সংসদ নির্বাচন একসময় ছিল উৎসবের মতো। কিন্তু সেই উৎসবের আবহ দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল। ভয়,ভীতি আর নানা আশঙ্কায় ঘেরা ছিল নির্বাচন।
বিগত স্বৈরাচারী শাসনের অধীনে বাংলাদেশের আপামর জনসাধারণ কখনোই জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব হিসেবে গ্রহণ করতে পারেনি। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে যেতÑএমন প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, বয়কট করেছে।
কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের মনে রয়েছে এক ভিন্ন অনুভূতি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এক নতুন আশার বাংলাদেশ।
তাই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে এখন তৈরি হচ্ছে প্রবল আগ্রহ ও নির্বাচনীয় আমেজ। বাংলাদেশের মানুষ এবার বেছে নিতে চায় আদর্শবান, দেশপ্রেমিক, সৎ, দক্ষ এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত নেতৃত্ব। আসুন, এ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই মিলে উদ্যাপন করি।
নির্বাচনের দিন হোক আনন্দমুখর ও নিরাপদ। সবাই মিলে গড়ে তুলি একটি দায়িত্বশীল রাষ্ট্রÑ যেখানে ভোট হবে উৎসবের মতো,আর গণতন্ত্র হবে সবার।
মাহফুজ রহমান খান
৫ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur