বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনের যে ঘোষনা দিয়েছেন সে নির্বাচন হবে গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। এখানে এসে যে দৃশ্য দেখেছি এদেশের সাধারন জনগনের নির্বাচন চায়, গণতন্ত্র চায়। এ নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন।
২২ নভেম্বর শনিবার বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণামূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান আরো বলেন, বিগত ১৫ বছর ভোট দিতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আগামী ফেব্রুয়ারী মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ বছর বয়সী যুবক থেকে প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। আওয়ালীগ মুখে মুখে গণতন্ত্রের কথা বলে দিনের ভোট রাতে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, যারা নির্বাচনের নামে বিভিন্ন দাবী-দাওয়া তুলে নির্বাচনকে বানচাল করতে চায়, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
তিনি আরো বলেন, আওয়ামী সরকারের সময়ে মিথ্যা, হামলা, মামলা, গুম, হত্যা, নির্যাতনের কারনে দেশের ১৮ কোটি মানুষ অতিষ্ঠ করে তুলেছিল। তাই ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভুত্থানে আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের কর্মীদের বিপদে ফেলে কা-পুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
উপজেলা বিএনপি’র সভাপতি মো: খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান ও কচুয়া উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর পিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা আবুল হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম মজুমদার, বিএনপি নেতা মামুনুর রশিদ মোল্লা, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাসুদ রানা।
এদিকে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে দীর্ঘদিন পর বিএনপি’র জনসভাকে ঘিরে ও বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীরা জড়ো হয়ে পুরো মাঠে জনসমুদ্রে রূপান্তর হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur