অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এখন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন করতে কাল সোমবার ১১ এপ্রিল ফের বসবে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় অধিবেশন শুরু হবে।
আজ রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান।
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা আয়াজ সাদিক অনাস্থা ভোটের সময় জাতীয় পরিষদের অধিবেশনে স্পিকার ছিলেন। তিনি জানান, আজ রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে।
শনিবার মধ্যরাতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে অনাস্থা প্রস্তাবের ওপর এ ভোটাভুটিতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি।
জাতীয় পরিষদে ৩৪২ আসনের মধ্যে প্রস্তাবটি পাসের জন্য ১৭২টি ভোট দরকার ছিল। অনাস্থা ভোটের কার্যক্রম শুরুর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন।
নতুন স্পিকার হিসেবে তিনি পিএমএলএন নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন।
ইমরান খানই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হলেন। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারেননি।
১০ এপ্রিল ২০২২
এজি