Home / জাতীয় / রাজনীতি / ‘নির্বাচন সুষ্ঠু না হলে খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে’
‘নির্বাচন সুষ্ঠু না হলে খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে’

‘নির্বাচন সুষ্ঠু না হলে খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে’

 আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রবিবার সকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘পৌর নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে অল কমিউিনিটি ফোরাম নামক একটি সংগঠন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘পৌর নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হবে না। সরকার কেন উদার হতে পারে না? গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন করবে সরকার— এটাই আমাদের প্রত্যাশা। পৌর নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসনের ডাকে সরকারের আগে ইসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে। একটি নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনকে বলব মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। বল প্রয়োগ করে কেউ যাতে নির্বাচিত হতে না পারে।’

তিনি বলেন, ‘জনগণ যদি ভোটকেন্দ্রে যেতে না পারে তাহলে নির্বাচনের ব্যবস্থা করে লাভ কী? শুধু শুধু ২০ দলের নেতাকর্মীদের জীবন নাশ করা হচ্ছে। বিএনপির প্রার্থীরা মাঠে নামতে পারছে না। হামলা-মামলা করে নেতাকর্মীদের কারাগারে নেওয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। একজন কাউন্সিলরের মাকে অন্য কাউন্সিলর মেরে ফেলেছে।’

হাফিজ উদ্দিন বলেন, ‘এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? তারা কী করে?’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৪৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর