Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন
নির্বাচন

কচুয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন

পঞ্চম ধাপে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এ নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নিবার্চন গ্রহনে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে টহল দেয়।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৯নং কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্ধদ্ধিতায় নৌকার প্রার্থী আব্দুস ছালাম সদওদাগর বেসরকারি ভাবে ইউপি চেয়ারম্যান হওয়ায় এ ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীদের ভোট গ্রহন হয়। কচুয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬জন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১শ ২০ ও সাধারণ সদস্য পদে ৫শ ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে।

নির্বাচন

সকাল ৮টা থেকে নারী-পুরুষ ভোটাররা বিভিন্ন ভোট কেন্দ্রে এসে ভোট দেয়। সকাল বেলায় পুরুষদের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক লক্ষ করা গেছে। বেলা ১১টায় ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ ভোট কেন্দ্রে নৌকার কর্মীরা এসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস এর কর্মী আরিফ হোসেন,শাহআলম ও জিসান নামের তিন কর্মীকে বেধম মারধর করে কেন্দ্র দখলের চেষ্টা করে।

পরে প্রশাসন কিছু সময় ভোট কেন্দ্র বন্ধ রেখে পুনরায় ভোট চালু করে। ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও আনারসের চেয়ারম্যান প্রার্থী কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এছাড়া বেশ কয়েকটি ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ৫ জানুয়ারি ২০২২