নির্বাচন বর্জনের দাবিতে শাহরাস্তিতে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং আগামী ২১ মে প্রহসনের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নেতাকরীরা সহ লিফটের বিতরণ করেন। ১৭মে শুক্রবার বিকেল ৪টায় শাহরাস্তি উপজেলা দোয়াভাঙ্গা বাস স্ট্যান্ডে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন আগামী ২১মে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে যাবে না। সাধারণ জনগণের মাঝে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের এই আহবান সাধারণ জনগণের মাঝে পৌঁছাইয়া দিবেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, কাজী রফিক, একরামুল হক বিপ্লব, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মহসিন মোল্লা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি আযহারুল হক মুকুল, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য রওনক জাহান শাহিন। উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,সহসভাপতি শাহ মোহাম্মদ আলী,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,উপজেলা বিএনপি নেতা আবু ইউসুফ রুপন, সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি আলী হোসেন মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর, সদস্য সচিব এহতেশামুল গনি, পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজীG

শাহরাস্তি প্রতিনিধি, ১৮ মে ২০২৪

Share