কচুয়ায় ইউপি নির্বাচনে সততার ভিত্তিতে প্রার্থীতা নির্বাচিত করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নির্দেশে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষে কচুয়ার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও পরিচিতি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাচার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, দলীয় শৃংখলা মেনে তৃণমূলের সাথে সম্পৃক্ত ন্যায় পরায়ণ, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের জন্য মনোনীত করবেন। এ ক্ষেত্রে ইউপি নির্বাচনে যারা বিশৃংখলা সৃষ্টি করবে বাংলাদেশ আওয়ামী লীগে তাদের স্থান নেই। যারা নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার কথা বলে মনোনয়ন বানিজ্যে লিপ্ত হয়েছেন তারা প্রকৃত আওয়ামী লীগের লোক নয়। তাদেরকে চিহ্নিত করে বর্জন করতে হবে। বিশেষ করে যারা সাচার ইউনিয়ন বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করে আইনের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, মোতাহের হোসেন প্রধান দুলাল,ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমূখ।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য তৃনমূল থেকে ৭ জন প্রার্থীর নামের প্রস্তাব আসে। এরা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু, সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আমেনা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কলিমউল্লাহ, আওয়ামী লীগ নেতা সেলিম মজুমদার শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধান, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার।

এদিকে সকালে সাচার উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধান এর মিছিলে হামলা করে বর্তমান চেয়ারম্যানের কর্মী সমর্থকরা।

এসময় সাচার দক্ষিণ বাজারে চেয়ারম্যান মনির হোসেনের কর্মী সমর্থকদের হামলায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধানের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশারফ ফরাজী,সাইফুল মজুমদার,নবীর হোসেন,রেদোয়ান প্রধান,আতিক প্রধান,রবিউল্যাহ সরকার,সিয়াম মজুমদারসহ ১০/১৫জন কর্মী আহত হয় এবং ব্যানার ছিড়ে ফেলে। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ নভেম্বর ২০২১

Share