স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘যাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নাই এবং স্বৈতন্ত্রের জন্য অপেক্ষা তারাই নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করে না। আমি মনে করি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত।’
মন্ত্রী শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ণ একাডেমী বার্ডে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘আমি মনে করি, বিএনপির যদি জনগণের প্রতি অঙ্গীকার থাকে তাহলে তাদের নির্বাচনে যোগদান করা উচিত।’
এর আগে এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ণ একাডেমী বার্ডের ৫৪ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পল্লী উন্নয়ণ ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্ড মহাপরিচালক মোঃ শাহ জাহান, অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৯ অক্টোবর ২০২১