Home / চাঁদপুর / জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে প্রার্থীদের সাথে মতবিনিময়
নির্বাচনে

জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে প্রার্থীদের সাথে মতবিনিময়

চাঁদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী ) সকাল ১০.০০ ঘটিকা হতে ১২.৪০ পর্যন্ত এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দের পূর্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার,চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার চাঁদপুর মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর উজালা রানী চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, সদর, এস. এম. এন জামিউল হিকমা,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

বর্ণিত মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী আচারন বিধি, প্রচার প্রচারণা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন দিক নিদর্শন প্রদান করা হয়। গনভোটে ভোটারদের উৎসাহ এবং উপস্থিততে সরকার সকল ধরনের সহায়তা প্রদান করবে জানিয়ে প্রতীক বরাদ্দ করা হয়।

নির্বাচনে

চাঁদপুর-০১, আসন-২৬০ (কচুয়া)
১। জনাব ড.আ ন ম এহসানুল হক মিলন-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- *ধানের শীষ।*
২। জনাব আবু নছর মোঃ মকবুল আহমেদ-জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- *দাঁড়িপাল্লা।*
৩। জনাব এনায়েত হোসেন-গণ অধিকার পরিষদ- মনোনীত প্রার্থীর প্রতীক- *ট্রাক।*
৪। মোহাম্মদ আজাদ হোসেন-গণফোরাম- মনোনীত প্রার্থীর প্রতীক- *উদয়মান সূর্ষ।*
৫। আলহাজ্ব নাছির উদ্দিন-ইসলামী ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- *মোমবাতি।*
৬। জনাব হাবিব খান-জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রতীক- *লাঙ্গল।*

চাঁদপুর-২, আসন-২৬১ (মতলব উত্তর-দক্ষিণ)
১। জনাব মুফতি মানসুর আহমেদ সাকী-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- *হাতপাখা।*
২। মোঃ এনামুল হক-বাংলাদেশ নাগরিক ঐক্য-মনোনীত প্রার্থীর প্রতীক- *কেটলি।*
৩। ড. মোঃ জালাল উদ্দিন-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- *ধানের শীষ।*
৪। বিল্লাল হোসেন মিয়াজী-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- *ছতা।*
৫। এমরান হোসেন মিয়া-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক *-লাঙ্গল।*
৬। জনাব নাসিমা নাজনীন-লেবার পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- *আনারস।*
৭। মোঃ ফয়জুন্নুর-বাংলাদেশ রিপাবলিকান পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- *হাতি।*
৮। মোঃ গোলাফ হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক-ট্রাক।

চাঁদপুর-৩, আসন-২৬২ (সদর ও হাইমচর)
১। জনাব শেখ ফরিদ আহমেদ মানিক-বিএনপি- মনোনীত প্রার্থীর প্রতীক- *ধানের শীষ।*
২। জনাব এ্যাড.শাহাজাহান মিয়া-জামায়াত ইসলামী- মনোনীত প্রার্থীর প্রতীক- *দাঁড়িপাল্লা।*
৩। জনাব শেখ জয়নাল আবদিন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- *হাতপাখা।*
৪। জনাব এ এইচ এম আহসান উল্লাহ-ইসলামী ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- *মোমবাতি।*
৫। সাংবাদিক জাকির হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক-ট্রাক।
৬। জনাব কমরেড জাহাঙ্গীর হোসেন-কমিউনিস্ট পার্টি- মনোনীত প্রার্থীর প্রতীক- *কাস্তে।*
৭। জনাব এ্যাড. সেলিম আকবর-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক *-উদয়মান সূর্য।*

চাঁদপুর-০৪, আসন-২৬৩ (ফরিদগঞ্জ)
১। জনাব লায়ন মোঃ হারুনর রশীদ-বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক- *ধানের শীষ।*
২। জনাব জাকির হোসাইন-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক- *ঘুড়ি।*
৩। জনাব মকবুল হোসেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- *হাতপাখা।*
৪। জনাব মাহমুদ আলম-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- *লাঙ্গল।*
৫। জনাব মোঃ আব্দুল হান্নান-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক *-চিংড়ি।*
৬। জনাব মনির চৌধুরী-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক- *উদয়মান সূর্য।*
৭। জনাব বিল্লাল হোসেন মিয়াজি-বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- *দাঁড়িপাল্লা।
৮। জনাব মোঃ আব্দুল মালেক বুলবুল-বাংলাদেশ ইসলামি ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- *মোমবাতি।*

চাঁদপুর-৫, আসন নং-২৬৪ (হাজিগঞ্জ ও শাহরাস্তি)
১। জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- *ধানের শীষ।*
২। আল্লামা মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী-ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক *-চেয়ার।*
৩। আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- *হাতপাখা।*
৪। মির্জা গিয়াস উদ্দিন-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- *লাঙ্গল।*
৫। ড. নিয়ামুল বশির-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- *ছাতা।*
৬। মাহমুদ হাসান নয়ন-ইনসানিয়াত বিপ্লব-মনোনীত প্রার্থীর প্রতীক- *আপেল।*

নিজস্ব প্রতিবেদক/
২১ জানুয়ারি ২০২৬