Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নির্বাচনে আইনের ব্যত্যয় হওয়ার কোন সুযোগ নেই: ডিসি
নির্বাচনে

নির্বাচনে আইনের ব্যত্যয় হওয়ার কোন সুযোগ নেই: ডিসি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শতাব্দীর সেরা নির্বাচন। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়; বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এটা গণ–অভ্যুত্থানপরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণ–অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ।এবারের নির্বাচন নিয়ে আইনের ব্যত্যয় হওয়ার কোন সুযোগ নেই।’

নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তফসিল ঘোষণার সাথে সাথেই নিজ দায়িত্বে সকল রাজনৈতিক দলের ব্যানার, ফ্যাস্টুন,বিলবোর্ড ও পোস্টার অপসারণ করতে হবে।

আলোচনার শুরুতেই তিনি ২৪ আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার শহীত নেক হায়াত কামনা করেন।

এসময় উম্মক্ত আলোচনায় বক্তব্য রাখেন, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধাক্ষ মোঃ মোসলে উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জেসমিন সুলতানা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি গণেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, জামায়েত নেতা আবু সালেহ,সাইদুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলাসহ সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক ও সুধীজন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১১ ডিসেম্বর ২০২৫