Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে ব্যাপক আগ্রহে রয়েছে’
নির্বাচনে

‘নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে ব্যাপক আগ্রহে রয়েছে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী দাড়িপাল্লায় মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। রবিবার ‎বাদ আছর কচুয়া বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমির মাওলানা মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী,সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন,পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎ গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন,“দেশে জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করা অপরিহার্য। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজ, স্বজনপ্রীতি রাজনীতি চায় না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চায়। আমি কথা দিচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ডিসেম্বর ২০২৫