Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / নির্বাচনে পরাজিত করার মাধ্যমেই তাদের প্রতিহত করতে হবে: ইঞ্জি. মমিনুল হক
নির্বাচনে

নির্বাচনে পরাজিত করার মাধ্যমেই তাদের প্রতিহত করতে হবে: ইঞ্জি. মমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৭১ এ যারা বাংলাদেশের মাটিকে রঞ্জিত করেছে, যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা করেছে তাদের প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে পরাজিত করার মাধ্যমেই তাদের প্রতিহত করতে হবে। তাদেরকে এক বার নিষিদ্ধ করা হয়েছে, না শোধরালে ভবিষ্যতে ও বিবেচনা করা হবে আবার নিষিদ্ধ করার জন্য।

যারা নামাজ পড়তে চান না তারা কুষ্টিয়া চলে যান। সেখানে একজন প্রার্থী আছেন যার নাম আমির হামজা। যিনি বলেছেন কুষ্টিয়া থেকে আমার বেহেশত বরাদ্দ দেওয়া শুরু করেছি। এ ধরনের উদ্ভট কথা বলে ওনারা দেশের সহজ সরল মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করছেন। এই আসনে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন আমি তার উদ্দেশ্য বলছি, আপনি যদি আমার ভোটের বিনিময়ে আপনার বেহেশত আমাকে দেওয়ার নিশ্চয়তা দেন। তাহলে আমার আসন আপনাকে ছেড়ে দিব। জানি এটা পারবেন না। তাহলে মানুষের সাথে কেন প্রতারনা করছেন। উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজির সভাপতিত্বে সদস্য সচিব এহতেশামুল গনি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সাহেদুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সিঃ সহ সভাপতি আবুল কালাম পাটোয়ারী, স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ পর্বে প্রাক্তন চারজন দায়িত্বশীল যুবদল নেতাকে সম্মাননা প্রদান করা হয়।

ক্রেস্ট তুলে দেওয়া হয়। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী, মো. আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরীকে।

অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মীদের উচ্ছ্বাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত যুবদলের মিছিলে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ।

প্রতিবেদক: মো:জামাল হোসেন/
৩ নভেম্বর ২০২৫