নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে: লায়ন হারুনুর রশিদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার, পাড়া ও মহল্লায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।
গত কয়েকদিন ধরে ফরিদগঞ্জ উপজেলার, বালিথুবা পশ্চিম- পূর্ব, সুবিদপুর পশ্চিম – পূর্ব, গুপ্টি পশ্চিম – পূর্ব, পাইকপাড়া উত্তর -দক্ষিণ, গোবিন্দপুর উত্তর- দক্ষিণ, চরদুঃখিয়া পুর্ব -পশ্চিম, ফরিদগঞ্জ দক্ষিণ ও রুপসা উত্তর – দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা অনুসরণ করেন, তারা বিভক্ত হতে পারেন না। আমাদের জনগণকে বোঝাতে হবে— বিএনপি তথা ধানের শীষই আগামী বাংলাদেশের আশা। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
গণসংযোগ চলাকালে লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে সাধারণ জনগণের সঙ্গে বসে বিবিসি বাংলায় প্রচারিত তার ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।
এ সময় উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদল সাবেক আহবায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের মাহফুজুর রহমান টিপু, ফজলুর রহমান ফজলু, সোহেল খান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর বিএনপির এমন গণসংযোগ কর্মসূচিতে ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১২ অক্টোবর ২০২৫